sasro-hotta

দৈনিকবার্তা-গাজীপুর, ১১ জুলাই ২০১৫: গাজীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম ফালানী আক্তার ফারজু (১৮)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মোদিবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আজাহারুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামে মোসলেম উদ্দিনের বাড়িতে স্ত্রীকে নিয়ে মাইক্রোবাস চালক জয়নাল আবেদীন ভাড়া থাকতো। পারিবারিক তুচ্ছ ঘটনা জের ধরে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল তার স্ত্রী ফারজুকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাসার মেঝেতে ফেলে রেখে পালিয়ে দিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ফালানীর বাড়ি গাজীপুর জেলার টঙ্গী থানাধীন গাজীপুরা এলাকায়।