Gazipur-(3)- 11 July 2015-World Population day ovserved

দৈনিকবার্তা-গাজীপুর, ১১ জুলাই ২০১৫: গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এর যৌথ উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে গাজীপুর জেলার জেলা প্রশাসক এস.এম আলম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। গাজীপুর জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ র‌্যালীটি শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক প্রাঙ্গনে এসে শেষ হয়। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘নারী ও শিশু সবার আগে বিপদে – দুর্যোগে প্রাধান্য পাবে’’। পরে জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, ডা. আজিজুল ইসলাম, নূরে জান্নাত, ডা. রনক আফরোজ, ডা. সামসুন্নাহার প্রমুখ।