hasanul-haque-inu_6549

দৈনিকবার্তা-কুষ্টিয়া, ১১ জুলাই ২০১৫: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করতে ঈদের পর বিশেষ ট্রাইব্যুনাল হবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদের পরই এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এই ট্রাইব্যুনালে প্রত্যেকটা মানুষ পোড়ানোর ঘটনার মামলা পাঠানো হবে।এদিকে, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হরতাল-অবরোধে নাশকতার ঘটনার জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত দাবি করে বিএনপি। শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনএ দাবী জানান। ওই তিন মাসে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে এবং আগুন ধরিয়ে মানুষ হত্যার জন্য খালেদা জিয়ার বিচার ট্রাইব্যুনালে করার পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানানোর প্রতিক্রিয়ায় এই দাবি করেছে দলটি।নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের তিন মাসের আন্দোলনে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়, ধ্বংস হয় বহু গাড়ি। ওই সব ঘটনায় পুলিশের করা মামলায় খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন দায় স্বীকার করে পুলিশকে দায়ী করেছেন।এর মধ্যেই গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেন, বোমা মেরে, আগুন দিয়ে মানুষ হত্যার হুকুমদাতা হিসেবে খালেদা জিয়ার বিচারে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন হবে।

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, যে অভিযোগটি প্রধানমন্ত্রী ও সরকারের তরফ থেকে প্রায়ই তোলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম থেকেই একটি আন্তর্জাতিক তদন্ত দাবি করে আসছি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা আজ ওই দাবিটি পুনর্ব্যক্ত করছি।আন্তর্জাতিক তদন্ত দাবির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার বলছে, ওইসব ঘটনার নির্দেশদাতা বেগম খালেদা জিয়া। আমরা বলছি, এটা বিএনপি করেনি, এর সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই।সুতরাং এটা প্রমাণ করার জন্য বর্তমানে দলীয় প্রভাবাধীন প্রশাসন ও তদন্তকারী যে সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে প্রকৃত ন্যায়ভিত্তিক একটি ফলাফল প্রত্যাশা করা যায় না। সেজন্য আমরা দাবি করেছি, জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ঘটনার তদন্ত করা হোক, কারা ওসবের সঙ্গে দায়ী।পুলিশকে দায়ী করে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে রিপন বলেন, উনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বা পদে থাকা ব্যক্তিরা দায়িত্বের বাইরে কোনো কথা বলেন না। আমার দলের নেত্রী যে অভিযোগটি করেছেন, নিজ দায়িত্ব নিয়েই কথা বলেছেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরানোর কারণ হিসেবে নতুন প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে সৈয়দ আশরাফের দ্বন্দ্বের কথা উল্লেখ করেছে বিএনপি। গণমাধ্যমের বরাত দিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, একনেক’র একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি সংসদ সদস্যকে ২০ কোটি টাকা করে দেওয়া হবে। যেখানে আশরাফের আপত্তি ছিল। এ কারণে তিনি গত একনেক সভায় উপস্থিত ছিলেন না। নৈতিকভাবে তিনি এটা ঠিক করেছেন।

হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। বেগম জিয়াও নন। উনি সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন, তবে সম্প্রতি দেড় শতাধিক মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার কর্মকাণ্ডের যে নেতৃত্ব তিনি দিয়েছেন, সেটা ১৯৭১ সালের গণহত্যার মতো একটি ঘটনা। ৭১-এর গণহত্যায় যেমন রেহাই দেওয়া হচ্ছে না, তেমনি মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়াও অভিযুক্ত। তাঁর নামে মামলা হয়েছে, তদন্ত শেষ হয়েছে। দুই-একটা মামলায় অভিযোগপত্র হয়েছে। ট্রাইব্যুনালে খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি করবেন, না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন। এর বাইরে তাঁর অন্য কোনো পরিণতি নেই বলে মন্ত্রী উল্লেখ করেন।এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ এবং জাসদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।