মনিরুল-ইসলাম_292466

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুলাই ২০১৫: রাজধানী ঢাকায় ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এ লক্ষ্যে তারা এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল গ্রহণ করবে।শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এই যুগ্ম কমিশনার বলেন, ঈদের দুদিন আগে থেকে এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগ পর্যন্ত তা কার্যকর থাকবে।মনিরুল ইসলাম বলেন, ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে। এবারের ঈদে রাজধানীতে যাতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র। তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে।

ঈদ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করবে বলেও উল্লেখ করেন ডিবির যুগ্ম কমিশনার। তিনি বলেন, পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্সএগুলো এলাকাভিত্তিক ভাগ করে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে।ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এলক্ষ্যে এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল বেছে নেয়া হবে।তিনি বলেন, ঈদের দু’দিন আগে থেকে নগরীর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগ পর্যন্ত তা কার্যকর থাকবে। আর ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে। এবারের ঈদে যাতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।মনিরুল ইসলাম বলেন, টওয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে। আর বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করা হবে। পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্সগুলো এলাকাভিত্তিক ভাগ করে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, রাজধানী তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মূলহোতাসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।শুক্রবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলো- ডাকাত চক্রের মূলহোতা ইব্রাহীম, মো. আল আমিন, মো. ছিদ্দিক,আলমগীর বকশ, মো. রিয়াজ উদ্দিন, মো. খিজির আহাম্মেদ, মো. সহিদুল, আ. রব ও আব্দুল হালিম। তারা নরসিংদীর গাউছিয়া, মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছেতাদের কাছ থেকে সোয়া দুই ভরি স্বর্ণ, ছুরি, চাপাতি, দা ও রডের তোরাবাড়ী জব্দ করা হয়।ডিএমপি সূত্র জানায় গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পেশাদার আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য। তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এর আগেও তারা তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে।ডাকাতরা তুরাগ থানায় ডাকাতি করা লুন্ঠিত স্বর্ণ আব্দুর রব ও আব্দুল হালিম স্বর্ণকারের কাছে বিক্রি করে। পরে আ: রবের কাছ থেকে সোয়া দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।উল্লেখ্য, আ: রব ও আ: হালিমকে তুরাগ থানার ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়।এ ব্যাপারে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।