20130142190242wBarisal_District_Map_Bangladesh

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১০ জুলাই ২০১৫: দৈনিক বরিশালের আজকালে গৌরনদী প্রতিনিধি ও খাঞ্জাপুর-পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরেশ দাসের কাকা লক্ষন দাসের গৃহে বৃহস্পতিবার রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ ১০ হাজার টাকা, ২ভড়ি স্বর্নলংকারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্বসমরসিংহ গ্রামের লক্ষন দাসের পুত্র স্বর্ন ব্যবসায়ী গবিন্দ দাস জানান, বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরে ডুকে। ঘরের মধ্যে থাকা আলমেরা মধ্য থেকে উল্লেখিত মালামাল নিয়ে যায়।