দৈনিকবার্তা-লালমনিরহাট, ৯ জুলাই: বৃহস্পতিবার ভোর রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার লোহাকুচি সীমান্তে জাম্বু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত জাম্বু মিয়া ওই সীমান্তের ভেলাবাড়ী ইউনিয়নের লোহাকুচি গ্রামের সোহরাব হোসেনের পুত্র। বিজিবি’র উপস্থিতিতে থানা পুলিশ নো-ম্যান্স ল্যান্ড থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
বিজিবি জানায়, নিহত জাম্বু মিয়াসহ আরো চারজন্য গরু ব্যবসায়ী গরু আনার জন্য ভারতের পশ্চিমবঙ্গ কুচবিহার হেলার দিনহাটা থানার চামটা বাবুরহাট এলাকায় যায় রাতে। ভোরের দিকে সবাই এক সাথে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় চামটা বাবুরহাট ক্যাম্পের বিএসএস জোয়ানরা বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। ওদের মধ্যে জাম্বু মিয়া তার উরুতে দুটি গুরিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে আসে বাংলাদেশ।
জাম্বু মিয়াও আহত অবস্থায় সীমান্ত অতিক্রম করে নো-ম্যান্স ল্যান্ডে এসে মারা যায়।সকালে সীমান্তে লোহাকুচি ক্যাম্প বিজিবি’র পক্ষ থেকে এ হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতের জামটা বাবুরহাট ক্যাম্প বিএসএফকে পত্র দেয়া হয়েছে।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ত লে: কর্নেল বজলুর রহমান হায়াতি এর সত্যতা নিশ্চিত করে জানান গুলি করে বাংলাদেশী হত্যার কঠোর প্রতিবাদ পত্র দেয়া হয়েছে বিএসএফকে।