দৈনিকবার্তা-রাবি, ০৯ জুলাই ২০১৫: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে ১১ থেকে ২৩ জুলাই পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১৫ দিন বন্ধ থাকবে। ৯ থেকে ২৩ জুলাই ক্যাম্পাস খোলার পর আবারও যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে ২৪ জুলাই শুক্রবার হওয়ায় পরের দিন থেকে ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে।তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত। ২৩ জুলাই অফিস খুলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক ও মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তানজিমা জোহরা হাবিব জানান, এবার ঈদের ছুটিতে আগামী ১১ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। আগামী ২৩ জুলাই সকাল ৯টায় হল খুলে দেয়া হবে।