দৈনিকবার্তা-রাজশাহী, ০৯ জুলাই ২০১৫: অসুস্থ হয়ে রাজশাহী রিজার্ভ পুলিশ র্ফোসের (আরআরএফ) ১১ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার সন্ধ্যায় ইফতারের পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন, এ নিয়ে কেউ মুখ খুলতে চাননি। এ নিয়ে বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ সবাইকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।ভর্তি হওয়া অসুস্থরা হলেন পুলিশ কনস্টেবল হারুন অর রশিদ (২১), রাফিউল্লাহ (২০), জয় মাহামুদ (২০), মেহেদী হাসান (২২), আজম (২০), আমিরুল ইসলাম (২০), জাহাঙ্গীর হোসেন (২০), শহিদুল্লাহ (২০), সেলিম (২০), ফিরোজ (২০) ও সাইফুল ইসলাম (২০)।
এদিকে হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে, ১৪ নম্বর ওয়ার্ড থেকে কয়েকজনকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। ওই ওয়ার্ডে পাঠানোর পরপরই বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়।কয়েকটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যমতে, বুধবার সন্ধ্যায় আরআরএফের দেওয়া ইফতার করেন সেখানে প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই তাদের আবার শাস্তিমূলক কঠোর প্রশিক্ষণে পাঠানো হয়। এরপর একে একে অন্তত ১৮ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ১১ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।তবে আরআরএফ থেকে দাবি করা হয়েছে, অসুস্থরা সবাই গরমের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করায় অসুস্থ হয়ে পড়েন। যদিও এ বিষয়ে কোনো কর্মকর্তাই মুখ খুলতে চাননি।এ ব্যাপারে আরআরএফের কমান্ড্যান্ট পুলিশ সুপার বি এম হারুন-অর-রশিদকে প্রশ্ন করা হলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান। তবে খোঁজ নিয়ে ঘটনা সম্পর্কে পরে জানাতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।