Nasim-doinikbarta

দৈনিকবার্তা-সিরাজগঞ্জ, ০৯ জুলাই ২০১৫: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামায়াতের অপরাজনীতি না হলে দেশ আরো এগিয়ে যেত৷ যারা উন্নয়নের বিরোধীতা এবং অন্যের গিবত করে জনগণই তাদের আসত্মাকুঁড়ে নিক্ষেপ করবে৷তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ আরো এগিয়ে যেতো, যদি বিএনপি-জামায়াত জোট ৯২ দিন জ্বালাও পোড়াও না করত৷মোহাম্মদ নাসিম আজ বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারন সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন৷

শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন,স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উলেস্নখ করে মোহাম্মদ নাসিম বলেন, ধারাবাহিকভাবে ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে৷তিনি বলেন, গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিত্‍সার সুযোগ পা”েছন, সার, বীজসহ কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে৷ শিশু মৃতু্য, মাতৃ মৃতু্য হার কমেছে৷ দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ৷ গ্রাম গঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না৷ গ্রামে বিদু্যত্‍ সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামের মানুষের চিকিত্‍সা নিশ্চিত করতে বদ্ধপরিকর৷ বিশ্ববাসীর কাছে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হয়েছে৷ বর্তমান সরকার বিনা যুদ্ধে সমুদ্র বিজয় ও স্থল সীমানত্ম চুক্তির বিজয় অর্জন করেছে৷ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কয়েক হাজার একর ভূমি বাংলাদেশের মানচিত্রের সাথে যুক্ত হযেছে৷ এতে ছিটমহলবাসী দীর্ঘ ৪৩ বছর পর তাদের অধিকার ফিরে পেয়েছে৷ এর আগে মোহাম্মদ নাসিম খুদবান্দি, মেঘাই, মাইজবাড়িসহ কয়েকটি এলাকায় যমুনার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বিভাগের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন৷