দৈনিকবার্তা-বগুড়া, ৯ জুলাই: বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়া শহরের প্রকাশ্যে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে ঠনঠনিয়া এলাকার সামছুন্নাহার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল হকের ব্যক্তিগত গাড়ির চালক রুবেল (২৬)। রুবেল ঠনঠনিয়া মোল্লা পাড়ার আসাদুজ্জামান আসাদের ছেলে পুত্র। স্থানীয় সুত্রে জানাযায়, কয়েকদিন আগে সামছুন্নার ক্লিনিকে রোগী নিয়ে আসা একটি এ্যাম্বুলেন্স পার্কিং করা নিয়ে এ্যাম্বুলেন্স চালকের সাথে রুবেলের ঝগড়া হয়।
এ ঘটনায় রুবেল তার সহযোগিদের নিয়ে এ্যাম্বুলেন্স চালককে মারধর করে। এর জের ধরে ওই এ্যাম্বুলেন্স চালকের পক্ষ নিয়ে কতিপয় সন্ত্রাসী বুধবার রাতে রুবেলকে ঠনঠনিয়া এলাকায় ধাওয়া করে। রুবেল দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঠনঠনিয়া এলাকার ইস্পাহানী চা-এর ডিপোর কাছে রুবেলকে একা পেয়ে সন্ত্রাসীরা উপর্যুপরী ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বুকে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।