দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জুলাই ২০১৫: নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহ্রীর লিফলেট ও সিডি বিতরণ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে৷ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী এসব ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়৷
বহিষ্কৃত ছাত্ররা হলো : ১. নূরে আলম মো. সিহাব উদ্দিন, এমবিএ (ম্যানেজমেন্ট) ১৭তম ব্যাচ, রোল : ২৬৭, সূর্যসেন হল, ২. মো. সাইদি হাসান সজিব, এমবিএ (ম্যানেজমেন্ট), (১০১-৪১০) (এইচআরএম) বিজয় একাত্তর হল, ৩.তারিকুল ইসলাম, এমবিএ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স) ১৬তম ব্যাচ, রোল : ১৪০১৮, ৪.নকিব ফারহান, বিবিএ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স) ১৮তম ব্যাচ এবং বিবিএ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স) ১৮তম ব্যাচের ছাত্র মো: আলমগীর হোসেন ৷
বহিস্কারকৃত এসব ছাত্ররা ছাত্র বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন রুমে গিয়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহ্রীর এর লিফলেট ও সিডি বিতরণ করে, যা ঐ ভবনের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে৷এতে বলা হয়,একজন ছাত্র কতর্ৃক এ ধরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুন্ন করেছে যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী বলে এসব ছাত্রকে বহিষ্কার করা হয়েছে৷