দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৯ জুলাই: অবিশ্বাস্য হলেও সত্য ঠাকুরগাঁওয়ে ৩ কেজি ওজনের একটি আম পাওয়া গেছে। ওই আমটি দেখার জন্য শতশত লোক ভিড় করছে।ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার বাসিন্দা। ঠাকুরগাঁও পত্রিকা হকার সমিতির সভাপতি খলিলুর রহমান ১০ বছর পূর্বে তার বাড়িতে একটি আমের চারা লাগায়। গত বছর ওই গাছে প্রথম আম ধরে। সেবার আম ধরেছিল ৫টি।
এবার খলিলুর রহমানের গাছে আম ধরেছে ২০টি। ২০টি আমের মধ্যে ১টি আম গাছেই ফেটে গেলে খলিল সেটি গাছ থেকে নামিয়ে নেয়। বিশাল আকৃতির ওই আমটির ওজন করে দেখা যায় সেটির ওজন ৩ কেজি। বাজারে ফজলী আম ৮০ টাকা কেজি হিসেবে একটি আমের দাম দাড়ায় ২৮০ টাকা। খলিল সে আমটি বিক্রি করে দেয়। এই কথা জানাজানি হলে খলিলের বাড়িতে ৩ কেজি ওজনের আম দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয়স্বজন পর্যন্ত অনেকের ভিড় লক্ষ করা যাচ্ছে।