Walton11436430301

দৈনিকবার্তা-ঢাকা, ৯ জুলাই: চীনে অনুষ্ঠিতব্য ১১ম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বারেরমত অংশ নিতে ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ কুস্তি দল। তাদের পৃষ্ঠপোষকতা করেছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ কুস্তি দল।

১১ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এ বিষয়ে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্র“পর ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম.ইকবাল বিন আনোয়ার (ডন),খেলোয়াড় বিল্লাল হোসেন, রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ ও স্বাগতিক চীন ছাড়াও এ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, কাজিকিস্তান, ইরানসহ ২০ দেশের কুস্তি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ দলের একমাত্র খেলোয়াড় হলেন বিল্লাল হোসেন। মুন্সিগঞ্জের গজারিয়ার ছেলে বিল্লাল খেলবেন ৯৭ কেজি ওজন শ্রেণিতে। দলের সাথে কর্মকর্তা হিসেবে যাচ্ছেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

বিল্লাল হোসেন এর আগে কাজাখস্তানে অনুষ্ঠিত ১০ম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশীপে অংশ নেয়া প্রসঙ্গে ওয়ালটনের কর্মকর্তা ও বাংলাদেশ দলের টিম ম্যানেজার এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ আমাদের দেশের জন্য একটা ভালো খবর। খেলোয়াড় বিল্লাল হোসেন এমন বড় আসরে খেললে, তারও বেশ অভিজ্ঞতা হবে। অবশ্য এর আগে সে দশম এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল এবং উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিল। আমরা চেষ্টা করবো দেশের জন্য ভালো ফলাফল বয়ে আনতে। সেজন্য দেশবাসির কাছে দোয়া চাচ্ছি।