দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ০৯ জুলাই ২০১৫: আমরা গৌরনদী থানার ওসি মোঃ সাজ্জাত হোসেনকে কোন চাঁদা দেইনি৷ আমাদের নাম ব্যবহার করে মিথ্যাচার করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন, গৌরনদীর জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিনিধিরা৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ফরহাদ হোসেন মুন্সী৷
লিখিত বক্তব্যে মোঃ ফরহাদ হোসেন মুন্সী অভিযোগ করেন, গৌরনদীর থানার ইফতার পার্টি নিয়ে একাধিক পত্রিকায় “ইফতারের নামে গৌরনদী থানার ওসির চাঁদাবাজি” শিরোনামেএকটি সংবাদ প্রকাশিত হয়৷ ওই সংবাদে গৌরনদীর জনপ্রতিনিধি, ঠিকাদার, সাধারন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক বিশিষ্টজনের নামে মিথ্যাচার করা হয়েছে৷ সংবাদে বলা হয়, বার্থী ইউনিয়ন পরিসদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মেম্বর মোসত্মফা উপটৌকন বাবত একটি করে খাসি প্রদান করেন উক্ত তথ্য সমর্্পর্ন মিথ্যা ভিত্তিহীন বানোয়াট৷ প্রকাশিত সংবাদে চাঁদা দাতা হিসেবে যে সকল ব্যাক্তির নাম ব্যবহার করে তাদের কথা কোট করা হয়েছে প্রকৃত পৰে তারা কেহই কোন পত্রিকার সাংবাদিককে ওই বক্তব্য প্রদান করেননি৷ তাদের নামে মিথ্যা বরাত দেওয়া একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে৷ একটি কুচক্রী মহল পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ৰুন্ন করতে সাংবাদিকদের বিভ্রানত্মিকর তথ্য দিয়ে ও প্ররোচিত করে উদ্দ্যেশ্যমূলকভাবে সংবাদটি প্রকাশ করেছে৷ আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ গৌরনদীর ওসি মাদক নিমর্ূলে যথাযথ ভ্থমিকা রাখায় মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতারা ওসির উপর ৰিপ্ত হয়ে তার বিরদ্ধে ষরযন্ত্রে লিপ্ত৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাৰর করেন, গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ফরহাদ হোসেন মুন্সী, টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারম্নন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়া, গৌরনদী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অহিদুল হক খান, বিশিষ্ট ঠিকাদার আলাউদ্দিন ভ্থইয়া, মেম্বর মসত্মফা সরদার, ব্যবসায়ী আবির বস্ত্রলয়ের মালিক মোকাদ্দেস হোসেন রাজু, ভোলো সাহা, বার্থীর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বার্থীর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা৷ তারা বলেন, আমাদের নাম ব্যবহার করে প্রকাশিত সংবাটির সকল তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন৷