russiea

দৈনিকবার্তা-ঢাকা, ৯ জুলাই: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইরানের ওপর জাতিসংঘের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব প্রত্যাহার চায়। তবে পরমাণু কর্মসূচি সংক্রান্ত চূড়ান্ত চুক্তির শর্তাবলী মেনে নেয়ার বিষয়টি তেহরানের ওপর নির্ভর করছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার রাশিয়ার উফা শহরে ব্রিক্স শীর্ষ সম্মেলনের বিরতিতে সাংবাদিকদের একথা বলেন তিনি।ভিয়েনায় বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুপক্ষের আলোচনা চলছে। ওই চুক্তির নিয়ে কাজ করার জন্য ভিয়েনায় ফিরে যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন ল্যাভরভ।তিনি বলেন, আমরা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এটি হাতের নাগালে চলে এসেছে।

তিনি জানান, একটি নতুন, স্থায়ী চুক্তি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পথ খুলে দেবে।বুধবার ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছিল, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বিরোধ দূর করার জন্য কিছু নতুন প্রস্তাব দিয়েছে ইরান; কিন্তু পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের কাছ থেকে নতুন কোনো কথাই শুনেননি।পরমাণবিক কর্মসূচির মাধ্যমে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী রাষ্ট্রগুলো। এর বিপরীতে নিজেদের পরমাণু কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান