Bogra Pic-08

দৈনিকবার্তা-বগুড়া, ০৮ জুলাই ২০১৫: মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার সান্তাহার শহরের স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ বিপূল পরিমান নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে চার জনকে আটক করা হয়েছে।জানা গেছে, ঘটনার রাতে পুলিশ শহরের স্টেশন রোড এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় ‘রিমন আবাসিক হোটেল’ থেকে চার ব্যাগ নকল প্রসাধনী উদ্ধার করা হয়। নকল প্রসাধনীর মধ্যে রয়েছে, ডাভ, প্যান্টিন ও হেড এ্যান্ড সোল্ডার সহ বিভিন্ন নামী দামী কোম্পানির শ্যাম্পু, ক্রীম, তেল ও লোশন। আটককৃত হলেন রানা হোসেন (৩২), তরিকুল ইসলাম (২৮), সন্তু হোসেন (২৬) ও মিলন হোসেন। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার শালদহ গ্রামে। সান্তাহার শহর পুলিশের টিএসআই মুক্তি মাহ্মুদ জানান, আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে এ সব নকল সামগ্রী সরবরাহ করে থাকে। বুধবার দুপুরে আটককৃতদের আদমদীঘি ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক সহকারি কমিশনার (ভ’মি) মোঃ আরিফুজ্জামান আটককৃত প্রত্যোক কে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন।