দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: রপ্তানি উন্নয়ন বু্যরো অধ্যাদেশ ১৯৭৭ রহিত করে পুনঃপ্রণয়নের বিধান করে বুধবার সংসদে রপ্তানি উন্নয়ন বু্যরো বিল ২০১৫ পাস করা হয়েছে৷বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি পাসের প্রসত্মাব করেন৷বিলে রপ্তানি উন্নয়ন বু্যরো অধ্যাদেশ ১৯৭৭ এর অধীন প্রতিষ্ঠিত রপ্তানি উন্নয়ন বু্যরো এমনভাবে বহাল রাখার বিধান করা হয়েছে, যেন তা বিলের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে৷
বিলে বু্যরোর প্রধান কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ গঠনসহ সংশ্লিষ্ট বিধান করা হয়৷বিলে বাণিজ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ২২ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিধান করা হয়৷বিলে বু্যরোর প্রধান নির্বাহী, পরিচালনা পর্ষদের সভা, বু্যরোর দায়িত্ব ও কার্যাবলী, তহবিল ঋণ গ্রহণ ও বিনিয়োগ, বাজেট, হিসাব ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, সরকারি কর্মচারি, ক্ষমতা অর্পণ, বিধি-প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশিস্নষ্ট বিষয়ে বিধান করা হয়৷জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর, মাহজাবিন মোরশেদ ও বেগম রওশন আরা মান্নান ও স্বতন্ত্র সদস্য মো. রুসত্মম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রসত্মাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়৷
এদিকে, বিদ্যমান আইনের সংশোধনীর প্রসত্মাব করে আজ জাতীয় সংসদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০১৫ উত্থাপন করা হয়েছে৷অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন৷বিলে বিদ্যমান আইনের ২ ধারার দফা ৪৮ দফায় উল্লেখিত ২৪ (চবি্বশ) সংশোধন করে ৩০ (ত্রিশ) সংখ্যা বন্ধনী ও শব্দ প্রতিস্থাপনের প্রসত্মাব করা হয়৷পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কি সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়৷