doinikbarta-Rafiq-Aman-Papia

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: মিরপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত৷ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন মঞ্জুর করেছেন আদালত৷বুধবার মোসাদ্দেক আলী ফালু ঢাকার সিনিয়র স্পেশাল ট্রাইবু্যনালে আত্মসমর্পন করে জামিন চান৷ শুনানি শেষে সংশ্লিষ্ট ট্রাইবু্যনালের বিচারক কামরুল হোসেন মোল্লা ফালুর জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ এ মামলায় পাপিয়াও জামিনে আছেন৷ আর বিএনপির যুগ্ম মহাসিচব রুহুল কবীর রিজভীসহ দুইজন কারাগারে আছেন৷ আর বাকি ২৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত৷আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন৷

গত ২২ এপ্রিল দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ফালুসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন৷চার্জশিটে উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব ও শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান৷গত ২৮ জানুয়ারি রাত পৌনে দশটায় মিরপুরের ২নং সেকশনের জনসেবা প্রকল্প অফিসের সামনের রাস্তায় যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর ও অগি্নসংযোগের চেষ্টা করা হয়৷ এ ঘটনায় এএসআই খন্দকার রাজীব আহম্মেদ মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন৷