দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিতে আপিল বিভাগে আনা রাষ্ট্রপক্ষের আবেদনের উপর বুধবার আদেশ হয়নি।বুধবার আপিল বিভাগে এই মামলায় আদেশের দিন ধার্য ছিল। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতের কাছে না যাওয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ আদালত কোন আদেশ দেয় নি।স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানায় আদালত সূত্র।গত রোববার এক আদেশে মির্জা ফখরুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থার প্রতিবেদন বুধবারের মধ্যে চেয়েছে আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করে তার মেডিকেল প্রতিবেদন জমা দিতে আদেশ দেয় আদালত।সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ২৯ জুন রাষ্ট্রপক্ষের আনা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করে শুনানির জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন।গত ২১ জুন এ তিন মামলায় মির্জা ফখরুলকে জামিন দেয় হাইকোর্ট। রাজধানীর পল্টন এলাকায় হরতালের মধ্যে নাশকতার উস্কানি, প্ররোচনা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে পুলিশ।
মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার আরো তিন মামলায় জামিন বহাল রেখে গতকাল ২৮ জুন আদেশ দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।নাশকতার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় এসব মামলা দায়ের করে পুলিশ। গত ১৮ জুন এ তিন মামলায় ফখরুলকে জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের দেয়া এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।এক আবেদনের প্রেক্ষিতে মির্জা ফখরুলকেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানোর জন্য গত ৯ জুন নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সে নির্দেশের আলোকে তাকে বিএসএমএমইউ’তে রাখা হয়েছে। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।গত রোববার মির্জা ফখরুল ইসলামের মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত মেডিকেল রিপোর্ট আসেনি বলে আদালতকে অবহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।নাশকতার কাজে উস্কানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে পল্টন থানা পুলিশ। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন।এদিকে পল্টন থানার দু’টি ও মতিঝিল থানার একটিসহ নাশকতার অপর তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন গত ২৮ জুন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সবগুলো মামলায়ই জামিন পেলেও পল্টন থানার তিন মামলায় জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আবেদন করায় তার মুক্তি আটকে যায় বলে জানান আইনজীবীরা।