দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: পোশাক কারখানা সংস্কার কার্যক্রম বাসত্মবায়নে সহায়তা করার উদ্দেশ্যে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট দি অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি (অ্যালায়েন্স) প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে৷এ উদ্যোগের আওতায় আইএফসি বাংলাদেশের ৫টি বাণিজ্যিক ব্যাংকের প্রত্যেকটিকে ১০ মিলিয়ন মার্কিন ডলার করে সর্বমোট ৫০ মিলিয়ন ডলার সরবরাহ করবে যাতে করে উদ্যোক্তারা কারখানার প্রয়োজনীয় নিরাপত্তা সংস্কার কার্যক্রমের জন্য সহজেই ঋণ পেতে পারেন৷
বাংলাদেশ আরএমজি সেভ সেফটি রিমিডিয়েশন ফাইন্যান্সিং প্রোগ্রাম শীর্ষক এই ঋণ সুবিধা থেকে পোশাক শিল্পের উদ্যোক্তারা সহনীয় সুদে ঋণ গ্রহন করে ৩ থেকে ৫ বছরের মধ্যে তা পরিশোধ করার সুযোগ পাবেন৷ এতে উদ্যোক্তাদের আর্থিক ব্যয় ও ঝুঁকি উভয়ই উল্লেখযোগ্য হারে কমবে বলে পোশাক খাত সংশিস্নষ্টরা মনে করছেন৷ তৈরি পোশাকখাতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে বহুল আকাঙ্খিত ও সময়োচিত অর্থায়নের এ উদ্যোগ গ্রহনের জন্য বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলাম অ্যালায়েন্স’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷
তিনি বলেন, এ উদ্যোগটি একদিকে যেমন পোশাক কারখানার উদ্যোক্তাদেরকে সংস্কার কার্যক্রম বাসত্মবায়নে সহায়তা করবে,অন্যদিকে এতে করে এ খাতের লাখো লাখো শ্রমিক উপকৃত হবে৷ অ্যালায়েন্স এর প্রধান এলেন টশার সাথে একমত পোষন করে বিজিএমইএ সভাপতি বলেন, ক্রেতা ও সরবরাহকারী কারখানাগুলো একসাথে কাজ করে পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারে৷