08-07-15-PM Iftar_Ganobhaban-4

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতারের বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ইফতারের আগে দোয়া ও মোনাজাতেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।ইফতার মঞ্চে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ও নিটল-নিলয় গ্র“পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদ্দাসের আলী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রমুখ।এ সময় দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য (এমপি), আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা, বিশিষ্ট নাগরিকরা।