news_img

দৈনিকবার্তা-পাবনা, ৮ জুলাই: পাবনা জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে বুধবার দুপুরে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযানে র‌্যাব, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অংশ নেয়। এ সময় ৮ জন দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদের জেল জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম জানান, জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসকদের সরকারী কাজে বাঁধা দান ও প্রাণনাশের হুমকী, রোগীদের হয়রানী ও জিম্মি করে টাকা আদায়, লাশ নেওয়ায় প্রতিবন্দকতা সৃষ্টি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল একটি সংঘবদ্ধ দালালচক্র। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে ৮ জন দালালকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারজনকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া অপর চারজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়।

কারাদন্ড ও জরিমানা প্রাপ্তরা হলো-পাবনা পৌর সদরের গোপালবাগ মহল্লার মৃত মহিব উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৫), সিঙ্গা এলাকার আব্দুল হকের ছেলে নাজমুল হোসেন (২৬), শালগাড়িয়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে স্বপন হোসেন (২৮), শালগাড়িয়া গোরস্থানপাড়া মহল্লার আমজাদ হোসেনের ছেলে রওশন ওরফে বাবু (৩৮)।জরিমানাপ্রাপ্তরা হলো-পৌর সদরের সাধুপাড়া মহল্লার আব্দুল খালেকের ছেলে রনি হোসেন (১৯), শালগাড়িয়া মহল্লার রবিউল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২০), উত্তর শালগাড়িয়া মহল্লার আব্দুল গফুর মোল্লার ছেলে আব্দুল মমিন (২৫) ও সদর উপজেলার কাঁকড়কাটা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মনি উদ্দিন মনি (২৭)।