Jhenidah farmer traning Photo 08-07-15 (1)

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৮ জুলাই ২০১৫: ঝিনাইদহে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের আওতায় ঝিনাইদহে পাটচাষীদের সমাবেশ ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তর এর মহাপরিচালক (যুগ্ম-সচিব) মুয়াজ্জেম হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব ড. শেখ মহম্মদ রেজাউল ইসলাম, পাট অধিদপ্তর এর পরিচালক কেফায়েত উল্লাহ, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন। যশোর পাট অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহের ৪ টি উপজেলার ২’শ জন পাটচাষী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক তত্বাবধান করেন ঝিনাইদহ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান।