দৈনিকবার্তা-সুনামগঞ্জ, ০৮ জুলাই ২০১৫: সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা সীমানত্মে বিজিবি-বিএসএফ এর মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যনত্ম যৌথ টহল চলে৷ আনত্মর্জাতিক সীমানা পিলার ১২১৫ এর কাঁঠালবাড়ি এলাকা থেকে ১২১৬ এর মালাইগাঁও এলাকা পর্যনত্ম প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে টহল অনুষ্ঠিত হয়৷
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন- ৮ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ উভয় দেশের সীমানত্মরৰীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে৷ টহলে বাংলাদেশের পক্ষে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নারায়ণতলা বিওপি ক্যাম্পের (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার সেলিম আহমদ৷ অপরদিকে ভারতের পক্ষে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিলং-৭৩ ব্যাটালিয়নের ধোলাই বিএসএফ ক্যাম্পের এএসআই রাজাচরণ৷