দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারখানা মালিকরা ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করছে কি না তা মনিটরিংয়ের জন্য শ্রম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে৷ বিজেএমইএ, বিকেএমইএ নেতা ও শিল্প পুলিশ কর্মকর্তারাও ওই কমিটিতে থাকবেন৷আগামী শুক্রবারের (১০ জুলাই) মধ্যে পোশাক শ্রমিকদের বেতন এবং ১৪ জুলাইয়ের মধ্যে উত্সব ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ঈদযাত্রার ভোগান্তি কমাতে এবারও পোশাক কারখানাগুলোতে ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে ছুটি দিতে বলেছে সরকার৷ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পোশাক কারখানার শ্রমিক কল্যাণ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়৷
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা এবং আইন-শৃঙ্খলাবাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানরা এ সভায় অংশ নেন৷স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল বলেন, আমরা সব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি যে ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে সব পাশাক শ্রমিককে ঈদের ছুটি দেও্য়া হবে৷তিনি বলেন, একসঙ্গে সবাইকে ছুটি দিলে মহাসড়কে চাপ সৃষ্টি হয় বলেই ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত৷কবে কোন প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে- তা কারখানা কর্তৃপক্ষ নিজেরা সমন্বয় করে নেবে বলে প্রতিমন্ত্রী জানান৷
আগের নির্দেশনা অনুযায়ী, অনেক কারখানায় বেতন দেওয়া শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বোনাস ১০ তারিখ থেকে দিতে শুরু করার জন্য বলা হয়েছে৷ এছাড়া বেতন-ভাতা বন্টন তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷গত ২ জুলাই গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সঙ্গে সভা করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, তৈরি পোশাক খাতসহ সব কারখানায় শ্রমিকদের জুন মাসের বেতন ১০ জুলাই এবং উত্সবভাতা ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে৷আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যেসব শিল্প কারখানা বেতন-বোনাস দিতে পারবে না, তাদের বিষয়টি তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ সেই কমিটি বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবে৷ সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷
শ্রমিকদের বেতন-ভাতা সুষ্ঠুভাবে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে শিল্প এলাকার ব্যাংকগুলোকে ১৫ জুলাই পর্যন্ত খোলা রাখার আহ্বান জানানো হয়েছে বলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান৷এবার মহাসড়কে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল দেবে বলে জানান তিনি৷
স্বরাষ্ট পতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট এ সময়ের মধ্যে মালিকদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে ছুটি দিতেও বলা হয়েছে৷প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের বেতন-ভাতা বুঝে নিতে দেশের সব শিল্পাঞ্চলের ব্যাংকগুলোকে ১৫ জুলাই পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে বেতন-ভাতা পরিশোধের বিষয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, বেতন-ভাতা পরিশোধের বিষয়টি মনিটরিংয়ের জন্য শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এ কমিটিতে বিজেএমইএ, বিকেএমইএ নেতা ও শিল্প পুলিশ কর্মকর্তারাও থাকবেন৷ এ কমিটি বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে কাজ শুরু করবে৷এ প্রসঙ্গে তিনি আরো বলেন, তৈরি পোশাক শিল্প বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অপপ্রয়াস রুদ্ধ করে দেওয়া হবে৷
ঈদে যানজট সৃষ্টির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঈদের সময় মহাসহড়কে যানজট ও মানুষের চাপ কমাতে গার্মেন্টসগুলোকে একই দিনে ছুটি দেওয়া ও খোলা যাবে না৷ ছুটি দেওয়া ও খোলার জন্য এফবিসিসিআই, বিজিএমইএ এবং বিকেএমইএকে নির্দেশনা দেওয়া হয়েছে৷বেতন-বোনাস নিয়ে গার্মেন্টস খাতে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে৷ ঈদে সড়ক-মহাসড়ক, নৌ-পথ ও রেলপথে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবেন৷স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ৷ এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷