দৈনিকবার্তা-ঢাকা, ০৮ জুলাই ২০১৫: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৌদি আরব সফর আপাতত স্থগিত করা হয়েছে।মঙ্গলবার মধ্যরাতের পর এই সফর স্থগিতের সিদ্ধান্ত আসে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়।পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে বুধবার সৌদি আরব যাওয়ার সফর সূচি নির্ধারিত ছিল খালেদা জিয়ার।দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সের একটি বিমানযোগে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু অনিবার্য কারণে এই সফর সূচি হঠাৎ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।সূত্র জানায়, একই সময় লন্ডন থেকে বৃটিশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে রওনা হওয়ার কথা ছিল তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানের। দুবাই বিমানবন্দরে পৌঁছে মায়ের সঙ্গে মিলিত হওয়ার কর্মসূচিও ছিল তারেকের। সে ক্ষেত্রে কোনো জটিলতার কারণে খালেদা জিয়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের ভিসা, বিমান টিকিট এবং মক্কা-মদিনায় হোটেল বুকিংসহ যাবতীয় প্রস্তুতির শেষ পর্যায়ে, হঠাৎ করেই খালেদার সৌদি আরব সফর বাতিলে প্রবাসী নেতাদের মাঝে হতাশার ছাপ দেখা গেছে।নামপ্রকাশে অনিচ্ছুক মদিনা বিএনপি’র এক নেতা জানান, সবকিছু চূড়ান্ত হওয়ার পর খালেদা জিয়া সৌদি আরব সফরে আসার একদিন আগে তার ব্যক্তিগত সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর খালেদা তার আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন।ওই বৈঠকের পরই মূলত খালেদা জিয়ার সৌদি আরব সফর বাতিল করা হয়েছে বলেও জানায় সূত্রটি।