দৈনিকবার্তা-রাজশাহী, ০৮ জুলাই ২০১৫: জামায়াত-শিবিরের হাতে ভস্মীভূত কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরটি অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে স্থায়ীকরণে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে জায়গা অধিগ্রহণসহ অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্দেশনা দিয়েছে। গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসীর রায় ঘোষণার দিন কানসাটে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে পুরো দপ্তর আগুন লাগিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দেয়। এতে জিপ, কার, একাধিক মটরসাইকেল, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিদ্যুৎ প্লান্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া আবাসিক কোয়ার্টারে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের টিভি, ফ্রিজ, টাকা, সোনা-গহনা লুটপাট শেষে আগ্নি সংযোগ করা হয়। এতে কোয়ার্টারের সবকিছু পুড়ে প্রায় দুশ কোটি টাকার ক্ষতি হয়।
ঘটনার পরে শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে চার মাস ধরে প্রায় ৫৫ হাজার গ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকে। এ পরিস্থিতিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশে কানসাটের চাঁপাইনবাবগঞ্জ সদর দপ্তরটি জেলা সদরের নয়াগোলায় জোনাল অফিসে অস্থায়ীভাবে কাজ শুরু করে। কানসাট পল্লী বিদ্যুৎ ভস্মীভূত হওয়ার পরে টানা অবরোধ চলাকালে শিবগঞ্জ, কানসাট ও সোনামসজিদ এলাকায় জামায়াত শিবিরের সহিংসতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এমনকি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ অবরোধের সময় সহিংসতার মুখে প্রায় ১০ দিন বন্ধ থাকে।
এ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ কানসাটে পল্লী বিদ্যুৎ সদর দপ্তরটি জেলা সদরে স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসান শাহনেওয়াজ। তিনি আরো জানান, শিবগঞ্জ ও কানসাটের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গত ১ জুলাই কানসাটে পল্লী বিদ্যুৎ সদর দপ্তরটি জেলা সদরে স্থায়ীভাবে স্থাপনের জন্য পরিপত্র জারি করেন।