pirojpur_226414696

দৈনিকবার্তা-কাউখালী(পিরোজপুর), ৮ জুলাই: ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় হাজার হাজার মানুষ।মঙ্গলবার রাত সাড়ে ১২টায় শুরু হওয়া এ বর্ষন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলছিলো। অতিবর্ষনে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।

এছাড়াউপজেলার অফিস-আদালত, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, মেঘপাল, গন্ধব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, উজিয়াল খান, আসপর্দী,বাসস্টান. কচুয়াকাঠী,গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, মেঘপাল, গন্ধব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, মেঘপাল, গন্ধব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, মেঘপাল, গন্ধব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এসব গ্রামের নিচু এলাকার ঘরবাড়িতে পানি ওঠায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার কারণে নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী। বর্তমানে পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে এসব এলাকার মানুষ।

এছাড়া পানি বাড়ায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। উপজেলার বহু মাছের ঘের পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে বলে জানা গেছে ।এদিকে, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সরকারের ট্রেজারার ব্যাংক সোনালী ব্যাংকে পানি ঢুকে পড়ায় গ্রাহকরা ব্যাংকের ভেতর ঢুকতে পারছেন না। এ কারণে চার ঘন্টা স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে।ব্যাংক কর্তৃপক্ষ পাওয়ার পাম্প দিয়ে পানি সেচ করে কিছুটা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পানি ঢুকে কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্রের ক্ষতি সাধিত হয়েছে।সোনালী ব্যাংকের ম্যানেজার তালুকদার মহিউদ্দীন জানান, বৃষ্টির পানি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ কম্পিউটারের ব্যাপক ক্ষতি হয়েছে।