Gournadi Photo..06-07-15 (1)দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ০৬ জুলাই ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রামের ৪৩টি পরিবারকে হয়রানী ও উচ্ছেদের পায়তারা চালাচ্ছে একটি বিশেষ সন্ত্রাসী ও কুচক্রী মহল৷ মহলটি সংখ্যালঘু ৪৩টি পরিবারকে হয়রানী করতে একের পর এক মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন দপ্তরে নামে বেনামে মিথ্যা অভিযোগ তুলে অভিযোগ প্রদান করছে৷ শুধু তাই নয় সেই মহলটি কতিপয় সাংবাদিকদের ভুল বুঝিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানী ও মিথ্যাচার চালাচ্ছে৷ মহলটির অনৈতিক দাবি পুরন না করায় সংখ্যালঘু পরিবারে হয়রানী করেছে৷ গতকাল সোমবার গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিপদ মন্ডল৷ তিনি লিখিতভাবে অভিযোগ করেন, গত ১ ও ২জুলাই বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় “গৌরনদীতে ১০ কোটি টাকামূল্যের সরকারি খাস জমি আত্মসাথের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ৷ উক্ত সংবাদটি সম্পনূ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট৷ আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ সংবাদের শুরুতেই বলা হয়,  কালিপদ মন্ডল ওপ্রভাবশালী তার কতিপয় সহযোগী জাল জালিয়াতির মাধ্যমে চররমজানপুর মৌজার প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ একর সরকারি খাস জমি আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং বর্তমানে ওই জমি চরাদামে বিক্রি করছে৷ প্রকাশিত ওই তথ্য ভ্থয়া ও ভিত্তিহীন৷ ওই তথ্যের সাথে বাসত্মবতার কোন মিল নেই ৷ ইহা হয়রানরীর উদ্দেশ্যে মনগড়া তথ্য উপস্থাপন করা একটি সংবাদ মাত্র৷