1436168258

দৈনিকবার্তা-রাজশাহী, ০৬ জুলাই ২০১৫: সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা-শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্নিল শোভাযাত্রা, আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,সিনেট ভবন এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোকসজ্জা করা হয়েছেউপাচার্য অধ্যাপক মোহাম্মদ মিজানউদ্দিন-এর নেতৃত্বে সহ¯্রাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারি ক্যাম্পাসে এক বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করে।শোভাযাত্রা শেষে সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপাচার্য উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক সারোয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক এনতাজুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আিেফন এবং প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বক্তব্য রাখেন।উল্লেখ্য, ১৯৫৩ সালের সালের ৬ জুলাই যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১,২০০ শিক্ষক, ৯টি অনুষদ সহ ৫০টি বিভাগ এবং ৫টি গবেষনা প্রতিষ্ঠান রয়েছে।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩৩ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে ১৮টি আবাসিক হল।