দৈনিকবার্তা-রাজশাহী, ০৬ জুলাই ২০১৫: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ জনি (২১) নামে এক হাজতি আত্মহত্যার ঘটনায় প্রধান কারারক্ষী আমজাদ হোসেন ও কারারক্ষী শুকুর উলস্নাহকে বরখাসত্ম করেছে কর্তৃপক্ষ৷ একইসঙ্গে তারা দুইজনসহ কারারক্ষী জয়নালের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে৷ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, রোববার ভোর ৫টার দিকে কারাগারের ফুলবাগানের পাশে একটি জাম্বুরা গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাজতি মোহাম্মদ জনি৷ এ ঘটনায় বিকেলে প্রধান কারারক্ষী আমজাদ হোসেন ও কারারক্ষী শুকুর উলস্নাহকে বরখাসত্ম করে কর্তৃপক্ষ৷ এছাড়াও প্রধান কারারক্ষী আমজাদ হোসেন, কারারক্ষী শুকুর উলস্নাহ ও জয়নালের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, এ ঘটনায় তদনত্ম কমিটি গঠনের কাজ চলছে বলে বলে জানান তিনি৷