Bogra Pic-06

দৈনিকবার্তা-বগুড়া, ০৬ জুলাই: সোমবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৩টি পাসপোর্টসহ আতিকুর রহমান (৩০) নামে এক দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আতিকুর রহমান গাবতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩টি পাসপোর্টসহ দালাল আতিকুর রহমানকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, একই এলাকার আলম নামের এক ব্যক্তি আদম ব্যবসার পাশাপাশি নিজেও বিদেশে যাতায়াত করেন। আলম উদ্ধারকৃত পাসপোর্টগুলো আতিকুরের কাছে রাখতে দিয়েছিল। তবে আলম বর্তমানে মালয়েশিয়ার জেলে বন্দি আছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় আতিকুরের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।