27800_1

দৈনিকবার্তা-গাজীপুর, ০৬ জুলাই ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস এম এ এস, এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে ভর্তিকৃত ও ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী/গবেষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটিকর্পোরেশনের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর। অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ নোমান উর রশীদ ও প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসলাম ভূঁইয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যকালে প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের বিষয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: কিন্তু এ সাফল্যের কথা নিউজ মিডিয়াগুলোতে যথাযথভাবে প্রচারিত হচ্ছে না। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে এমন অনেক কলেজ আছে যেগুলোর মান অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভাল। এই বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অন্যান্য নামিদামি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমমানের। তিনি ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা ছুটি ও ফেলোশিপ মঞ্জুর এর বিষয়ে সর্বোতোভাবে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে ভর্তিকৃত গবেষক, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকসহ কর্মকর্ত-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এম এ এস, এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে শতাধিক শিক্ষার্থী/ গবেষককে ভর্তির জন্য মনোনীত করা হয়। ইতোমধ্যে ৮৩ জন শিক্ষার্থী / গবেষক ভর্তি সম্পন্ন করেছেন। এম বি এ এবং লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এ ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এদুটি কোর্সে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থী/ গবেষক এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।