Jhenidah Human chain Photo 06-07-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৬ জুলাই ২০১৫: ঝিনাইদহ শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শহরে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানব বন্ধনের আয়োজন করে জেলা দোকান মালিক সমিতি। শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এক দাবি সম্বলিত এক স্বারকলিপি পেশ করা হয়। আড়াইঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দোকান মালিক সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়কারী ও কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ কাফি, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, দোকান মালিক সমিতির নেতা খোরশেদুল ইসলাম জিন্নাহ, এসএম আনিছুর রহমান খোকা, আলমগীর হোসেন, আবিদুর রহমান লালু, একরামূল হক লিকু, ময়েন উদ্দিন, সামছুর রহমান, রবিউল ইসলাম প্রমূখ।

সমাবেশ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ব্যবসায়ীরা ৮ দফা দাবি সম্বলিত এক স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে বলা হয়, ঝিনাইদহ ব্যবসায়ীরা চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অত্যাচারে জর্জরিত। এসবকিছুর অবনতির জন্য নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথের অবহেলাকে দায়ি করেন। এর প্রতিকার না হলে আগামীতে অনিদৃষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুসিয়ারি উচ্চারণরন করেন।