acid-nikhep

দৈনিকবার্তা- গাজীপুর, ০৬ জুলাই ২০১৫: গাজীপুরের কালীগঞ্জে দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ হয়েছে এক গৃহবধূ। গুরুতর অবস্থায় ওই গৃহবধূ সুমতি রানী দাসকে (৩৮) ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর (গোয়ালপাড়া) গ্রামের কমল চন্দ্র দাসের স্ত্রী। ঘটনার শিকার এসিড দগ্ধ ওই গৃহবধূ এঘটনার জন্য স্বামীকে দায়ী করেছেন।এলাকাবাসি ও স্বজনরা জানায়, রবিবার দিবাগত রাতে সুমতি রানী দাস স্বামীর ঘরে ঘুমিয়েছিল। সোমবার ভোর রাতে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা ঘুমন্ত সুমতি রানী দাসকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় তার আত্মচিৎকারে বাড়ির লোকজন সুমতি রানী দাসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। সুমতির ধারণা, গত বেশকিছুদিন ধরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার জেরে তার স্বামী কমলই তাকে এসিড নিক্ষেপ করছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মৌসুমি কর জানান, এসিডে সুমতি রানীর মুখ, বুক ও পেটসহ শরীরের প্রায় ১০ ভাগ ঝলসে গেছে।