36456_132

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জুলাই: (আপডেট)একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।এতে প্রথম দফায় বাদ পড়া ৬২ হাজার ৮৫০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ হাজার ৭২৬ জন ভর্তির জন্য মনোনীত হয়েছে। বাকিরা এখনো কোনো কলেজের জন্য মনোনীত হয়নি। এ ছাড়া কলেজ পরিবর্তন (মাইগ্রেশন) হয়েছে ৬ হাজার ৯২১ জনের।

শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর সোমবার বিকেল সাড়ে ছয়টার দিকে এই তথ্য জানিয়ে বলেন, যারা দ্বিতীয় মেধা তালিকাতেও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হতে পারেনি, তাদের শূন্য আসন থাকা কলেজগুলোতে ভর্তির জন্য নতুন করে আবেদন করতে হবে। এ সংক্রান্ত নিয়মকানুন ওয়েবসাইটে দেওয়া হয়েছে।ওয়েবসাইটের ঠিকানা হলো িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ।উল্লেখ এবার নতুন নিয়মে একাদশ শ্রেণির ভর্তি নিয়ে শুরু থেকেই গলদঘর্ম হতে হচ্ছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পরও সেই সমস্যা কাটেনি।