kironmala-jama

দৈনিকবার্তা-বগুড়া, ০৬ জুলাই ২০১৫: ঈদে মায়ের কাছে ‘কিরণমালা’ জামা কিনে চেয়েছিলো অষ্টম শ্রেণির ছাত্রী সাবিনা খাতুন। কিন্তু বাসা বাড়িতে ঝিয়ের কাজ করা মায়ের পক্ষে সেই আবদার পূরণ করার সাধ থাকলেও সাধ্য ছিলো না। অভিমানী মেয়ে বেছে নেয় আত্মহত্যার পথ।রোববার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রাে মে এই ঘটনা ঘটে।ঈদের জন্য পছন্দের জামা কিনে না দেয়ায় বগুড়ার শেরপুর উপজেলায় ছাবিনা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী অভিমানে আত্মহত্যা করছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয সুত্র জানায়, কিশোরী ছাবিনা স্থানীয় ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। ঈদ উপলক্ষ্যে সে বাবার নিকট একটি ভারতীয় চ্যানেলের নায়িকা ‘কিরণমালা’র নামানুসারে তৈরীকৃত শালোয়ার কামিজ কিনে দেয়ার আবদার করে। কিন্তু দরিদ্র বাবা তার সে আবদার তাৎক্ষনিক পুরন করতে পারেনি। কয়েকদিন পরে মেয়েকে তা কিনে দেয়ার কথা বলে। এতে মেয়ে ছাবিনা অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শেরপুর থানার অফিসার ইনর্চাজ আলী আহম্মেদ হাশমী জানান, দরিদ্র বাবা পছন্দের জামা কিনে দিতে না পারায় কিশোরী মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এবিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।