Parliament_power_946429224

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুলাই ২০১৫: জাতীয় সংসদে দফায় দফায় বিদ্যুত্‍ বিভ্রাটের ঘটনা ঘটেছে৷ রোববার বেলা আড়াইটার পর অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংসদ ভবনের ভেতর বিকট শব্দ হয়৷ এরপরই পুরো সংসদ সচিবালয় বিদু্যত্‍হীন হয়ে পড়ে৷এ সময় জাতীয় সংসদে অবস্থিত লিফট দিয়ে নামার সময় মন্ত্রী, এমপিরা আটকা পড়েন৷ এতে করে বিব্রত হয়ে পড়েন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা৷ রোববার তিন দফায় বিদ্যুত্‍ বিভ্রাট দেখা দেয়৷ যদিও কিছুক্ষণের মধ্যেই বিদ্যুত্‍ চলে আসে৷বিষয়টি খতিয়ে দেখতে তোড়জোড় দেখা যায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে৷

রোববার দুপুর ৩টার কিছু আগে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ এর সঙ্গে সঙ্গে বিদ্যুত্‍বিহীন হয়ে পড়ে সংসদ ভবন৷ তবে বিকল্প ব্যবস্থায় কিছু ব্লকে খানিক ক্ষণের মধ্যে বিদু্যত্‍ ফিরে আসে৷বিস্ফোরণের প্রায় আধা ঘন্টা আগে সংসদ অধিবেশন দিনের মতো শেষ হয়েছিল৷ বিকট শব্দে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷ঘটনার পরপরই নবম তলায় সাব- স্টেশনে ধোঁয়া দেখতে পান৷সংসদ ভবনের নবম তলায় সাব- স্টেশনে তিনটি কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) বিস্ফোরণে এই বিভ্রাট হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদু্যত্‍) জিয়াউল আহসান৷তিনি বলেন, মুল ট্রান্সফর্মারে বিদু্যত্‍ যাওয়ার আগে সিটির মাধ্যমে যায়৷ সাব-স্টেশনের তিনটি সিটিই বার্স্ট হয়েছে৷কী কারণে এই বিস্ফোরণ- জানতে চাইলে তিনি বলেন, নানা কারণে এটি হতে পারে৷ বিস্ফোরিত সিটি তিনটিই পুরনো৷

বিস্ফোরণের প্রায় আধা ঘন্টা পর সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের সব ব্লকে বিদু্যত্‍ সরবরাহ স্বাভাবিক হয়৷ এদিকে ,সংসদের বৈঠক ৬ জুলাই সোমবার সকাল ১১টা পর্যনত্ম মুলতবি করা হয়েছে৷ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এ মুলতবি ঘোষণা করেন৷