সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, দেশে উন্নয়ন হবে
দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুলাই ২০১৫: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ চলছে না, দেশ আজ অচল। এ্ই সংকটের’ নিরসন চাইলে অর্থবহ নির্বাচন দিতে হবে । বিদেশীরাও বলছে ৫ জানুয়ারির নির্বাচন হয়নি, সিটি নির্বাচনে কারচুপি হয়েছে। নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, দেশে উন্নয়ন হবে।

রাজধানীর বসুন্ধরা সিটির বসুন্ধরা কনভেনশন সেন্টারে রবিবার এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।তিনি বলেছেন, দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তাই দেশের মানুষ আজ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায় ও দেশের উন্নয়ন চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। আর এই জন্য আমাদের নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।

বিস্তারিত আসছে…