Patuakhali600-e1404881330953

দৈনিকবার্তা-পটুয়াখালী, ০৫ জুলাই ২০১৫: সরকারী বাস ভবনে গত ৬ মাস যাবত স্ব-পরিবারে বসবাস করেও কোন বাসা ভাড়া ও বিদু্যত্‍ বিল পরিশোধ করছেন না পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ও বর্তমানে ভারপ্রাপ্ত তত্তাবধায়কে দায়িত্বে থাকা ডা: মো: আবুল আহ্সান৷ সরকারী বিধি মোতাবেক নিয়মিত বাসা ভাড়া পরিশোধ করছেন বলে তিনি দাবী করেন৷

হাসপাতাল সূত্রে জানাযায়, চলতি বছরের ৫ জানুয়ারী পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক পদে যোগদান করেন ডা: মো:আবুল আহসান৷ যোগদানের পর থেকেই তিনি হাসপাতালের কনসালটেন্ট কোয়াটারের দোতলার পূর্ব পাশের ফ্লাটে স্ব-পরিবারে বসবাস করতে শুরম্ন করেন৷ কিন্তু বসবাসের পর থেকে এ পর্যনত্ম তিনি ওই বাড়ি বাবাদ সরকারী ভাবে কোন ভাড়া দিচ্ছেন না৷ এছাড়া বাড়ির বিদু্যত্‍ বিল ও পরিশোধ করছেন না বলে জানা গেছে৷ এদিকে ওই ফ্লাটে ওঠার পর থেকেই তিনি বিদু্যতের একটি অবৈধ সংযোগ নিয়ে তার বাসায় রান্না বান্নার কাজ করছিলেন৷ বিদু্যত্‍ বিভাগ বিষয়টি জানার পরে ফেব্রম্নয়ারীর শেষ দিকে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়৷

সূত্রটি আরো জানায়, ডা: মো: আবুল আহসানের মূল বেতন ৩০ হাজার টাকা হলে সর্বমোট ৪০% বাড়ি ভাড়া হিসেবে ১২ হাজার টাকা পরিশোধ করার কথা কিন্তু বাসত্মবে সে বাড়ি ভাড়া বাবদ কোন টাকা পরিশোধ করছেন না৷এ বিষয়ে হাসপাতালের কনসালটেন্ট কোয়াটারে থাকা তার প্রতিবেশী জানান, তিনি যখন মার্চ মাসে ওই কোয়াটারে ওঠেন তার আগে থেকেই হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: আবুল আহসান স্ব-পরিবারে বসবাস করতে থাকেন৷এ বিষয়ে জানতে চাইলে ডা: মো: আবুল আহসান জানান, তিনি কয়েক মাস আগে হাসপাতালের কনসালটেন্ট কোয়াটারের ওঠেন এবং এ পর্যনত্ম তিনি নিয়মিন বাসা ভাড়া পরিশোধ করছেন৷

তবে জেলা হিসার রৰণ বিভাগের তথ্য মতে গত জানুয়ারী থেকে এ পর্যনত্ম ডা: মো: আবুল আহসান সরকারী বাড়িতে থাকলেও নিয়মিত ভাবে বাড়ি ভাড়া বাবদ সরকার কর্তৃক প্রদত্ত টাকা উত্তোলন করছেন৷ নিয়ম হচ্ছে সরকারী বাড়িতে থাকলে তিনি বাড়ি ভাড়া উত্তোলন করবেন না৷ এ ছাড়া আরো সারে ৭% টাকা বাড়ির রক্ষনাবেক্ষন বাবদ পরিশোধ করার কথা থাকলে তিনি তা করছেন না৷