দৈনিকবার্তা-রাজশাহী, ০৫ জুলাই ২০১৫: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল উপজেলার চর আষাড়িয়াদহ গ্রাম থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সূত্র জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন চর আষাড়িয়াদহ থেকে দুটি বস্তায় করে পদ্মার এপারে ফেনসিডিল নিয়ে আসছিল চোরাকারবারিরা। তখন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ৩৭ ব্যাটালিয়নের সাহেবনগর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার ইবরাহীম আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা চর আষাড়িয়াদহের একটি মাঠের ভেতর অভিযান চালায়।
এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা দুটি বস্তায় ভর্তি ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফেনসিডিল পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।