untitled

দৈনিকবার্তা-গৌরনদী, ০৫ জুলাই ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলা পশু সম্পদ কম্পাউন্ডের মধ্যে গত শনিবার সকালে আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে অমর ঘোষ নামে এক যুবক৷ গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, পৌর এলাকার চরগাধাতলী মহল্লার মৃত জয়দেব ঘোষের পুত্র অমর ঘোষ (২৬) শনিবার সকালে উপজেলা সদরে পশু সম্পদ কার্যালয়ের পাশে ওড়না দিয়ে আম গাছের সাথে গলায় ফাঁস দেয়৷ গাছের সাথে ঝুলনত্ম লাশ দেখে সকাল সাড়ে ১০টার দিকে অফিসের লোকজন থানায় খবর দেয়৷ গৌরনদী থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন৷ এ ব্যাপারে গৌরনদী থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে৷ পারিবারিক সুত্রে জানাগেছে, নিহত অমর মানসিক ভারসাম্যহীন৷