arrest-2_91828

দৈনিকবার্তা-গাজীপুর, ৫ জুলাই: গাজীপুরে গোয়ালের গরু চুরি করে বাসে তুলে নিয়ে পালাবার সময় পুলিশের হাতে ধরা পড়েছে বাস চালকসহ গরু চোর দলের তিনজন। এসময় চুরিকৃত গরু উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সিরাজ মিয়ার ছেলে বাবুল, ঢাকার কদমতলী এলাকার গোলাম মোস্তফার ছেলে বাস চালক শরীফ ও জনৈক ফালান মিয়া।

পুলিশ জানায়, জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার এক বাড়ি থেকে সংঘবদ্ধ গরু চোরের দলের সদস্যরা একটি গরু চুরি করে। পরে পূর্ব থেকে অপেক্ষায় থাকা তুরাগ পরিবহনের একটি মিনিবাসে গরুটি তুলে নিয়ে ঢাকার পথে রওনা দেয়। রাতে টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছলে টহল ডিউটিরত পুলিশের বাঁধার মুখে পড়ে বাসটি। টঙ্গী থানা পুলিশ এসময় বাসটিতে তল্লাশি করে চোরাই গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহৃত বাসটি আটক করে। এ ঘটনায় পুলিশ বাসের চালক ও হেলপারসহ গরু চোর দলের ৩ জনকে আটক করেছে।