দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুলাই ২০১৫: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে এবার শিক্ষাথর্ীদের যে সমস্যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে এটিকে উন্নয়নের বেদনা হিসাবে আখ্যায়িত করেছেন৷তিনি বলেন, এবারের ভর্তি প্রক্রিয়া বিরাট একটা কর্মযজ্ঞ ছিল৷ কম ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নামা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ সমস্যা আর থাকবে না৷মন্ত্রী রোবাবর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন৷ শিক্ষা সচিব নজরম্নল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন৷
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রযুক্তিগত ক্ষমতা ও দক্ষতার অভাবে এই বিশাল কর্মকান্ডে কিছু ত্রুটি হয়েছে৷ কেউ কেউ সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি৷ এক কলেজের নামে অন্য কোন কলেজ চলে এসেছে৷ ছেলেদের কলেজে মেয়েদের নাম এসেছে৷ এজন্য যারা সমস্যায় পড়েছে তাদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন৷শিক্ষামন্ত্রী বলেন, এই সমস্যার কারণে কোন শিক্ষাথর্ী ক্ষতিগ্রসত্ম হবে না৷ সবাই ভর্তি হতে পারবে৷ বিলম্ব ফি ছাড়া আগামী একুশ (২১ ) দিন পর্যনত্ম শিক্ষাথর্ীরা কলেজে ভর্তি হতে পারবে৷এবারের ভর্তি প্রক্রিয়াকে ভালো উল্লেখ করে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকলেও কোন না কোন সময় আমাদের এই পদ্ধতিতে যেতে হবে৷
ভর্তি পরীক্ষার ত্রুটির এই দায় নিয়ে তিনি বলেন, এবার মোট ১১ লাখ ৫৬ হাজার ২৫৩ জন শিক্ষাথর্ী ভর্তির জন্য আবেদন করেছিল৷ এর মধ্যে ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষাথর্ীর ভর্তি সম্পন্ন হয়েছে৷সকল শিক্ষার্থীকে কলেজে ভর্তির আওতায় আনতে বিলম্ব ফি ছাড়া চার ধাপে আগামী ২৬ জুলাই পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷এছাড়া অনলাইন ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না৷
গত ২৮ জুন মধ্যরাতে অনলাইনে আবেদনকারীদের তালিকা প্রকাশের পর থেকে এ পর্যন্ত ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানান নাহিদ৷ মোট আবেদন করেছিলো ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন শিক্ষার্থী৷শিক্ষামন্ত্রী বলেন, আমরা ২১ দিন ভর্তির সময় বাড়িয়ে দিচ্ছি৷ এখনও যারা ভর্তি হতে পারেনি, তারা কোনো বিলম্ব ফি ছাড়াই আগামী ৩ সপ্তাহের মধ্যে একাদশে ভর্তি হতে পারবে৷ চারটি ধাপে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে৷ প্রথম ধাপে গত ২ জুলাই পর্যন্ত ভর্তি শেষ হয়েছে৷
প্রথম ধাপে যারা পছন্দমত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি অথবা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চান তারা দ্বিতীয় ধাপে ৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন৷ ৭ ও ৮ জুলাই তারা ভর্তি হতে পারবেন৷
প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা নির্বাচিত হয়নি বা নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেনি তারা তৃতীয় ধাপে ৯ ও ১০ জুলাই ভর্তি হতে পারবেন৷ এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানে অপশন দিয়ে আবেদনকারীদের ফল ১১ জুলাই প্রকাশ করা হবে৷ তারা ১২ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন৷শিক্ষামন্ত্রী জানান, যারা অনলাইনে আবেদন করেনি বা সুযোগ পেয়েও ভর্তি হয়নি তারা চতুর্থ ধাপে সুযোগ পাবে৷ ১৩-২১ জুলাইয়ের মধ্যে আবেদন করে ২৩ জুলাই ফল প্রকাশ করা হবে৷ তারা ২৫-২৬ জুলাই ভর্তি হতে পারবেন৷
আগে নির্ধারিত তারিখ পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির সময় থাকলেও নতুন ঘোষণায় তিন সপ্তাহে বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ থাকলো৷ভর্তি নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এসবের জন্য আমি দুঃখ প্রকাশ করছি৷ আশা করবো অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷ ভর্তিতে আর কোন সমস্যা থাকবে না৷সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মন্ত্রণালয়ের ঊধর্্বতন কর্মকর্তারা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন৷