nasim_147781

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জুলাই ২০১৫: আগামী নির্বাচনে কোন দল নির্বাচনের বাইরে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ২০১৯ সালে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কোন দলকে নির্বাচনের বাইরে রাখতে চাই না৷ তাই আপনি আইনি জটিলতা মোকাবিলা করে নির্বাচনের জন্য প্রস্তুত হন৷ স্বাস্থ্যমন্ত্রী রোববার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বদরের যুদ্ধ ও জামায়াত-বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

আয়োজক সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ইসলামিক ঐক্যজোটের সভাপতি মিছবাহুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ার উল ইসলাম বিপুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন৷

নাসিম বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে৷ আপনি (খালেদা জিয়া) নির্বাচনে আসুন৷ ওই নির্বাচনে কাউকে বাইরে রাখতে চাই না৷ ওই নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে৷ কারণ শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷’পুলিশ পেট্রোল বোমামেরে মানুষ হত্যা করেছে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, ৯২ দিন আন্দোলন করে যে বোমা বাজি হয়েছে তা বেগম জিয়া আবিস্কার করেছেন পুলিশ করেছে৷ কতখানি দেউলিয়া হলে এমন কথা বলেন তিনি৷ আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর কি কারণে তার এতো আক্রোশ?

তিনি বলেন, আপনি এই সমস্ত উদ্ভট আবিস্কার বাদ দেন৷ আমাদের সরকারের সময়ে যে কোন ঘটনার বিচার হচ্ছে৷ কোন ঘটনাকে পাশ কাটিয়ে আমরা যাচ্ছি না৷ কোন অপরাধী পার পেয়ে যাচ্ছে না৷ বিএনপিকে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ এখন আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি৷ যা বিশ্ব ব্যাংক বলেছে৷ কিন্তু বিএনপি দেশ যে এগিয়ে যাচ্ছে তা স্বীকার করতে চায় না৷ ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে ৷