Syria-thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ জুলাই ২০১৫: সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে আল-কায়েদার অনুগত জঙ্গি সংগঠন আল-নুসরার এক নেতাসহ ২৫ সদস্য নিহত হয়েছে। এ সময় তারা ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ছিল।শুক্রবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আব্দেল রহমান জানান, আরিহা নগরীতে ইফতারের সময় এই বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন বেসামরিক লোকও আহত হয়েছে।ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, ‘ইদলিব প্রদেশের আরিহা নগরীর একটি মসজিদে এক শক্তিশালী বিস্ফোরণে আল-নুসরা ফ্রন্টের এক নেতাসহ ২৫ সদস্য নিহত হয়েছে।বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মানবাধিকার সংগঠন সিরিয়ান রেভ্যুলুশন জেনারেল কমিশন জানায়, আরিহার পশ্চিমাঞ্চলের ওই মসজিদে আল-নুসরা ফ্রন্টের সদস্যদের সঙ্গে কয়েকশ বেসামরিক মানুষ ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করছিল। এ সময় বিস্ফোরণটি ঘটে। হাতাহতদের মধ্যে বেসামরিক লোকও রয়েছে।উল্লেখ্য, ইদলিবের অধিকাংশ প্রদেশই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।