দৈনিকবার্তা-বরগুনা, ০৪ জুলাই ২০১৫: বরগুনার পাথরঘাটা থেকে ১শত কিলোমিটার পুর্ব-দক্ষিনে বঙ্গোপসাগরের সুন্দরবনের দুধমুখী এলাকা থেকে গতকাল শনিবার ভোর রাতে চরগড়া জালের ২ জেলেসহ এফবি হালিম নামের একটি মাছ ধরার ট্রলার অপহরন করেছে জলদস্যু মনির বাহিনী। এসময় ট্রলারে থাকা আরও তিন জেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে।আহতরা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অপহৃত জেলেরা হচ্ছে, রাসেল মিয়া(৩২) এবং মো.খলিল মোল্লা (৩৫)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে।আহত জেলে হায়দার মিয়া জানান, রাতে জোয়ারের সময় জাল ফেলে সকালে ভাটিতে নদী শুকালে তারা ৫ জেলে চরের ওপর মাছ ধরতে নামেন। এসময় ৮/১০ জন জলদস্যু বাহিনী মাছ কেনার কথা বলে তাদের কাছে আসে এবং মাছের দর দাম ঠিক করার মধ্যে হঠাৎ শরীরের জামার নিচ থেকে অস্ত্র ও ধারালো অস্ত্র বের করে তাদেরকে এলোপাতারি কোপাতে থাকে। পরে ৩ জেলেকে মৃত ভেবে তাদের চরের ওপর ফেলে রেখে ১টি ট্রলারসহ ২ জেলেকে নিয়ে জলদস্যুরা চলে যায়। জেলেরা জানিয়েছেন, ফেরাউন বেল্লাল র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মারা যাওয়ার পর তার চাচাতো ভাই মনির ফেরাউন বাহিনীর নেতৃত্ব দিয়ে সাগরে ডাকাতি শুরু করেছে এবং এ বছর ইলিশ মৌসুম শুরু হওয়ার পর এই প্রথম সাগরে ডাকাতি সংগঠিত হয়েছে।