Bogra Pic-04

দৈনিকবার্তা-বগুড়া, ৪ জুলাই: সরকারি ভাবে ব্রাজিল থেকে আমদানী করা নিু মানের সেই গম এখন বগুড়ার শেরপুর খাদ্য গুদামে ঢুকে পড়েছে। শনিবার দুপুরের পর শেরপুর খাদ্য গুদামের নির্ধারিত শ্রমিকরা বিআরটিসি‘র ট্রাক নং-বগুড়া ট-১১-০৫০৫ থেকে ৫০ কেজি ওজনের মোট ৩০০ বস্তায় ১৫ মেট্রিক টন গম অত্যন্ত গোপনে শেরপুর খাদ্য গুদামের ভেতরে ঢুকে রাখা হয়েছে।

সুত্রমতে, নাম প্রকাশ না করার শর্তে-গুদামের ভেতরে থাকা বেশ কয়েক জন শ্রমিকরা জানায়- পূর্বে শেরপুর খাদ্য গুদামের ভেতরে যে সকল গম রাখা হয়েছে তার চেয়ে আমদানী করা গম অত্যন্ত নিম্নমানের। ব্রাজিলের গম অপুষ্ট-ভাঙ্গাদানা এবং তুশ জাতীয় ওই গমের ভেতর থেকে বিশ্রি এক ধরনের দূর্গন্ধ বের হচ্ছে। গত ২৯ জুন ঢাকার নারায়নগঞ্জ সাইলো থেকে গুদামের ওই সুপারভাইজার উল্লেখিত পরিমান গম বগুড়ার শেরপুর খাদ্য গুদামের উদেশ্যে পাঠায়। এরপর খাদ্য বোঝাই বিআরটিসি‘র ওই ট্রাকটি গত ৩দিন যাবত শেরপুর খাদ্য গুদামের ভেতরে ঠাঁই দাঁড়িয়ে থাকে। শেরপুর খাদ্য গুদামের ভেতরে থাকা অসংখ্য চাল বোঝাই ট্রাকের এক কোনে রাখা নিু মানের ওই গমের জায়গা হলেও মিলারদের চাল বোঝাই ট্রাকের আন লোড হচ্ছে না।

এদিকে শনিবার স্থানীয় কয়েকটি প্রকল্পে জন্য গুদামের মালামাল আনলোড হলেই ওই নিু মানের গম গুলো সেখানে রাখা হয়। নারায়নগঞ্জ সাইলো থেকে দেয়া গমের ট্রাকের চালানে উল্লেখ করা হয়েছে- গত ১৮/০৬/১৫ইং তারিখের প্রোগ্রাম নং-৪৩৮। লাল জাতের গমের খামাল নং-৪০৮/২। পিএলইউএ নং-১৯৪৬১২৭। ডিএসডি-৩ । আর্দ্রতা ১২.৪% লেখা আছে। শেরপুর খাদ্য গুদামে রাখা ওই পরিমান গমের নীট ওজন ধরা হয়েছে ৩০০ বস্তায় ১৫.২০০ কেজির স্থলে ১৪.৯৯০ কেজি। শেরপুর-ধুনটের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্রী সুবল চন্দ্র তার ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান-আমদানী করা নিম্নমানের কোন গম শেরপুরে নাই।