দৈনিকবার্তা-ঢাকা, ৪ জুলাই: প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকা ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় স্থান লাভ করেছে পেরু। শুক্রবার চিলির কনসেপশনে অনুষ্ঠিত স্থান নির্ধারনী ম্যাচে পাওলো গুইরেরোর নৈপূণ্যে ভর করে পেরু ২-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে। ওই ম্যাচে গোল করে গুইরেরো স্বাগতিক চিলি তারকা ভারগাসের সঙ্গে যৌথভাবে কোপা আমেরিকা টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতার আসনে পৌঁছে গেছেন।২০১১ সালের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল আদায়কারী এই ফুটবল তারকা শুক্রবার বিলম্বিত গোলের সহায়তায় নিজ দল পেরুকে ২-০ ব্যবধানে জয় পাইয়ে দেয়ার পাশাপাশি চলতি আসরে চার গোল করেন। ফলে চিলির এডুয়ার্ডো ভারগাসের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বো”চ গোলদাতার আসনে আসীন হন গুইরেরো।
৩১ বছর বয়সী এই ফুটবল তারকার ২৫তম এই আন্তর্জাতিক গোল তাকে পৌছে দিয়েছে পেরুর কিংবদন্তী তিওফিলো কিউবিলাসের জাতীয় রেকর্ডের সন্নিকটে। জাতীয় দলের হয়ে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখনো তিওফিলোর দখলে রয়েছে। এদিন পেররি হয়ে ৪৮তম মিনিটে প্রথম গোলটি আদায় করেছিলেন আন্দ্রে ক্যারিলো। দলের আইকন মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভার দর্শনীয় কর্নার কীকের বল হেডের মাধ্যমে তার কাছে পৌছে দেন রাউল বোবাদিল্লা। ভলির সাহায্যে প্যারাগুয়ের গোল রক্ষক জাস্ট ভিলারকে পরাস্ত করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে হার মানা প্যারাগুয়ে ম্যাচের ৬৮তম মিনিটে সমতায় ফেরার দারুন একটি সুযোগ অবশ্য পেয়েছিল। স্ট্রাইকার ইজার বেনিতেজের নেয়া শটটি দারুন দক্ষতায় ফিরিয়ে দেন পেরুর মিডফিল্ডার কার্লোস অসকুয়েস।এই জয়ের ফলে ২০১১ কোপা আমেরিকার ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হয়েছে পেরু। ওই আসরেও তারা তৃতীয় স্থান লাভ করেছিল।