Gazipur-(4)- 04 July 2015- 3 dacoits arrested _looted mustered oil sized

দৈনিকবার্তা-গাজীপুর, ০৪ জুলাই ২০১৫: গাজীপুর থেকে লুণ্ঠিত তেলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুরের কালকিনি থানার দরিচর লক্ষিপুর গ্রামের ধলু সর্দারের ছেলে মাসুম সরদার (৩২), পটুয়াখালীর বাউফল থানার ইন্দ্রকুল গ্রামের কাঞ্চন আলীর ছেলে মো: বাবুল মিয়া (৪০), বাগেরহাট সদরের দেপাড়া গ্রামের সৈয়দ আলী হায়দারের ছেলে মো: মারুফ হোসেন (৫২)। শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকায় হাজী সেলিমের গোডাউন ভেঙ্গে গত বৃহস্পতিবার (২ জুলাই) সরিষার তেল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে গাজীপুর পুলিশ জয়দেবপুর থানা ও ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিয়ান চালিয়ে ওই তিন ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত চল্লিশ টিন সরিষার তেল উদ্ধার করে। তিনি আরো জানান, লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।